পার্বত্য তিন আসনে ১৫জন প্রার্থীর মনোনয়পত্র দাখিল

Published: 30 Nov 2023   Thursday   

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলায় মনোনয়নপত্র শেষ দিনে বৃহস্পতিবার রাঙামাটি আসন থেকে ৫ জন, বান্দরবান আসন থেকে ৩ জন এবং খাগড়াছড়ি আসন থেকে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বান্দরবান আসনে হেভিওয়েট প্রার্থী বীর  বাহাদুর উশৈসিং, রাঙামাটিতে হেভিওয়েট প্রার্থী দীপংকর তালুকদার ও উষাতন তালুকদার  এবং খাগড়াছড়ি আসনে হেভিওয়েট প্রার্থী  কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

 

জেলা রির্টানিং কার্যালয় সুত্রে জানা গেছে, রাঙামাটি ২৯৯নং আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  আওয়ামীলীগের মনোনীত  প্রার্থী, জেলা আওয়ামীলীগের সভাপতি  ও  বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পাটি  থেকে হারুনুর রশীদ মাতব্বর, তৃণমুল বিএনপি  থেকে শাহ: হাফেজ  মো: মিজানুর  রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট  থেকে অমর কুমার দে  এবং স্বতন্ত্র প্রার্থী সন্তু লারমার নেতৃত্বাধীন  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা  ও সাবেক এমপি উষাতন তালুকদার।

 

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, জাকের পার্টির মো. হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা ও কংগ্রেস পার্টি মো: হাবিবুর রহমান।

 

বান্দরবান ৩০০ নং আসনে আ`লীগের মনোনীত প্রার্থী ৬ বার নির্বাচিত এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর  বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী  ও জেলা আ`লীগের সহ-সভাপতি মংঙৈপ্রু মার্মা  ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত