আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে জমাদান শুরু হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশরারফ হোসেন খানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) নেতা ও সাবেক সাংসদ উষাতন তালুকদার।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদানের সময় জেএসএস নেতা ও স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, উষাতন তালুকদারের প্রধান এজেন্ট জুয়েল চাকমা, জেএসএসের জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমা প্রমুখ।
মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের কাছে স্বতন্ত্র প্রার্থী ও জেএসএসের কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার বলেন,এলাকায় যাতে স্থায়ী সমাধান,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও এলাকায় স্থায়ী শান্তি বিরাজ করে তার জন্য এবারেও নির্বাচনে অংশ নিয়েছেন।
জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তিনি দেশের ও জনগণের সেবা যাতে করতে পারেন তার জন্য এলাকাবাসী কাছ থেকে আর্শিবাদ ও দোয়া কামনা করেন। একই সাথে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন হয়, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিরিবিলি ও নিরাপদ ভোট প্রদান করতে পারেন তার প্রত্যাশা করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশরারফ হোসেন খান স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, উষাতন তালুকদার গেল ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.