রাঙামাটিতে ছেলে শিশুকে ধর্ষনের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

Published: 26 Nov 2023   Sunday   

রাঙামাটিে ছেলে শিশুকে ধর্ষনের দায়ে ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার দন্ডাদেশ দিয়েছেন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। রোববার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই.এম.ইসমাইল হোসেন এ রায় দেন।


আদালতের মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর ঘটনার শিকার ছেলে শিশুটি তার বন্ধুদের সাথে রাঙামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় খেলতে যায়। এসময় আসামি ভিকটিমের মুখ চেেপ ধরে তাকে পায়ু পথে একাধিকবার ধর্ষন করে কারাদন্ডপ্রাপ্ত আসামী ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক । এতে ভিকটিমের পায়ু পথে রক্তাক্ত হয়ে জখম হয়। পরে ভিকটিমের পিতা তার ছেলেকে খুঁজতে টার্মিনালে গেলে আসামি পালিয়ে যায়। ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির বাবা ওই বছরই ১০ অক্টোবর রাঙামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ মৌখিক সাক্ষ্যের পাশাপাশি ভিকটিমের চিকিৎসকের পরীক্ষার সনদ, ডিএনএ পরীক্ষার রিপোর্টসহ অন্যান্য দালিলিক সাক্ষ্য উপস্থাপন করে। এতে রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় আদালতের সিদ্ধান্তে ভিকটিম ও এজাহারকারীসহ অন্যান্য সাক্ষীগণ ঘটনার সময় স্থান ও প্রকার বিষয়ে আসামির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রদান করেছেন। এছাড়া ঘটনার সময় ভিকটিমের পরিহিত প্যান্টে প্রাপ্ত বীর্য আসামির ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এইএমইসমাইল হোসেন রোববার এ মামলার চুড়ান্ত রায়ে উক্ত যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অতিরিক্ত এক লাখ টাকা জরিমানার দন্ডাদেশ দেন। একই সাথে আদেশে আসামীকে আগামী ৯০ দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধি মোতাবেক জমা দানের নির্দেশ ও জরিমানার অর্থ শিশু ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে হবে।


রাঙামাটি নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ সাইফুল ইসলাম অভি বলেন, রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য পর্যালোচনায় আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালতের বিজ্ঞ বিচারক। আশাকরি এ রায়ের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধের প্রবনতা কমে আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত