রাঙামাটি পার্বত্য ২৯৯নং আসনে আওয়ামীলীগের দলীয় ফের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। ১৯৯১ সাল থেকে একমাত্র একক দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে নির্বাচন করে আসলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনিসহ ১১জন।
এদিকে, দীপংকর তালুকদারকে দলীয় মনোনয়নে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা করায় রাঙামাটি শহরে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
জানা গেছে, বর্তমান সংসদ সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য দীপংকর তালুকদার ১৯৯১ সাল থেকে দলীয়ভাবে একক মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতদ্বিন্ধিতা করে আসছেন। এসব জাতীয় সংসদ নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসেবে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ানের কাছে ও ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী উষাতন তালুকদারের কাছে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে সংসদ নির্বাচিত হওয়ার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হন। তবে ৩২ বছর পর এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে একক প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েন। এবারে তিনিসহ অন্ততপক্ষে ১১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন পত্র চেয়েছেন। তবে শেষ পর্ষন্ত দলীয় মনোনয়ন পেলেন চার বারের নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এদিকে, রোববার বিকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করেন। তিনি রাঙামাটি ২৯৯নং আসনে দীপংকর তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষনা দেওয়ার সাথে সাথে রাঙামাটি শহরে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এতে নেতাকর্মীরা একে অপরকেসহ অন্যান্যদের মিষ্টি মুখ করান।
জানা গেছে, নির্বাচন কমিশন তফশিল ঘোষনার পর রোববার পর্ষন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে তিন জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য দীপংকর তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।
উল্লেখ্য, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নং আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩১৭জন। এর মধ্যে পুরুষ ২লাখ ৫০ হাজার ৯৪৪ জন ও মহিলা ২লাখ ২৮ হাজার ৩৩৭ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.