পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো আর নেই

Published: 03 Nov 2023   Friday   

পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজ, সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো আর নেই। তিনি বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি, ডায়াবেটিসহসহ নানান রোগের জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পাহাড়ের বৌদ্ধ সমাজের শোকের ছায়া নেমে এসেছে।


জানা গেছে, মায়াননমার সরকার কর্তৃক "অগ্রমহাপন্ডিত " এর ভূষিত, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠা ও মগবান শাক্য মুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কিডনি জটিলতা নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রিয় স্থান মগবন শাক্যমুনি বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে এটিএন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সাদা মনের মানুষ হিসেবে উপাধি দেওয়া হয়। তিনি মৃত্যুর আগ পর্ষন্ত বুদ্ধের মৈত্রী বাণী প্রচার করেছিলেন।


উল্লেখ্য, পাহাড়ের আলোকিত এ বাতিঘর শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো  ১৯৩৭ সালে বরকল উপজেলার বেতছড়িস্থ সুবলং এ জন্ম গ্রহন ও ১৯৫৯ সালে তিনি উপসম্পাদনা গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত