বান্দরবানে পার্বত্য প্রতিমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন

Published: 24 Apr 2015   Friday   

শুক্রবার বান্দরবানের রেইছার ঘোনা পাড়াসহ কয়েকটি এলাকায় সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। এসব প্রকল্পের উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

উদ্ধোধন করা এসব প্রকল্পগুলো হল বান্দরবান সদরের রেইছার ঘোনা পাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনার সেতু প্রকল্পের ৩০ লক্ষ ৩৮ হার টাকার নির্মিত একটি সেতুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১০ লক্ষটাকার অর্থায়নে নির্মিত উত্তর গোয়ালিয়া খোলার জামে মসজিদের সীমানা দেয়ালের, এলজিইডির অর্থায়নে নির্মিত সুইচা কারবারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬২ লক্ষ টাকা ব্যয়ে পুনঃ নির্মান, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে রেইছা লম্বাঘোনা বৌদ্ধ বিহার। এ সময় বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, রেড ক্রিসেন্টের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কাšিত দাশ,সদর ইউপি চেয়ারম্যান সাবুখই মার্মা আওয়ামীলীগ নেতা অংচালা মার্মাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী আগমন উপলক্ষে রেইছা বাজার থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের জায়গায় জায়গায় ২০টি তোরন নির্মান করা হয়। প্রতিটি তোরনের পাশে পাশে আদিবাসি ও স্থানীয় বাঙ্গালী নর নারীরা ফলের পাপড়ি ছিটিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। প্রকল্ড উদ্বোধন শেষে উত্তর গোয়ালিয়া খোলায় সংক্ষিপ্ত এক সমাবেশে যোগ দেন প্রতিমন্ত্রী।


সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, কথায় আছে ছাগল নাচে খুটির জোরে আর আমি নাচি জননেত্রী শেখ হাসিনার জোরে। এ নাচনের কারনেই আজ পার্বত্যাঞ্চলে উন্নয়নের জোয়ার বইয়ে যাচ্ছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষিত জাতি ছাড়া কোন দেশ এবং জাতি উন্নযনের শিখরে পৌঁছতে পারে না। তিনি বলেন একমাত্র আওয়ামীলীগ সরকারই শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। তিনি পার্বত্যবাসীকে সকল জাতীগত ভেদাভেদ ভুলে সরকারের উন্নয়ন কর্মকান্ডে আরও বেগবান করার জন্য সকলের সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত