রাঙামাটিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস উদ্ধোধন

Published: 02 Nov 2023   Thursday   

তিন পার্বত্য জেলায় প্রথমবারের মতো বৃহস্পতিবার রাঙামাটিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস উদ্ধোধন করা হয়েছে।


রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ের নিচতলার একটি কক্ষে বিশেষায়িত সাইবার ক্রাইম মনিটরিং সেলের উদ্ধোধন করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)শাহনেওয়াজ রাজু,বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম,সহকারি পুলিশ সুপার (এস এ এফ) সাইকুল আহম্মেদ ভূঁইয়া,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন,এ সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করা হবে। সাইবার বুলিং,আইডি হ্যাক,ফেক আইডি,বিকাশ হ্যাকারা বিভিন্ন অপরাধ করে থাকে এ সব থেকে রেহায় পেতে এবং নাগরিকদের সেবা পেতে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেলের হটলাইন,পেইজ ও মেইল নম্বর দেওয়া হবে যেন ঘরে বসে সবাই অনলাইনে সেবা নিতে পারেন। এ সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস কক্ষে সর্বাক্ষণিক দায়িত্বে একজন কর্মকর্তাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিজ্ঞরা থাকবেন।


তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের সাইবার ক্রাইম এ জেলায় অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে উদ্ধারকৃত আরো ২৯টি মোবাইল ফোন হারানো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত