কাপ্তাইয়ের সীমান্তে রাঙ্গুনিয়ায় পার্কিংয়ে রাখা বাসে অগ্নিসংযোগ ও দুটি বাসে ভাঙচুর

Published: 02 Nov 2023   Thursday   

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নে দুর্বৃত্তরা একটি বাসে অগ্নি সংযোগ ও দুটি বাস ভাঙচুর করেছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, কাপ্তাই উপজেলার সীমান্তবর্তী চন্দ্রঘোনাস্থ রাঙ্গুনিয়ার কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা এবি ট্রাভেলস নামে একটি বাসে অগ্নি সংযোগ করলে বাসটি পুড়ে যায়। এছাড়া একই স্থানে পার্কিং এ রাখা এবি ট্রাভেলস এর আরো দুটি বাসের গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থেলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বাসের চালক মোঃ আলম জানান, বুধবার রাতে ভাড়া নিয়ে গিয়েছি। রাত ১০টার দিকে এ স্থানে গাড়ীটি পার্কিং এ রেখে বাড়ীতে চলে যায়। ভোররাত ৩টার দিকে শুনি গাড়ীটি পুড়ে দেওয়া হয়েছে। সকালে গিয়ে দেখি গাড়ীটি সব পুড়ে গেছে। প্রশাসন ও বাসের মালিকরা পুড়ে যাওয়া গাড়টি দেখে গেছেন। তবে কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানি না।

 

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো: কামরুজ্জামান সুমন জানান, ঘণ্টা খানেকের চেষ্টার পর বাসের আগুন নেভানো হয়। ওই স্থানে বাসগুলো পার্কিংয়ে রাখা ছিল।  এছাড়া এবি ট্রাভেলস নামে ওই বাসসহ একই নামে আরও দুটি বাসে ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কোনো লোকজন ছিল না।

 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। তবে বাসের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত