রাঙামাটির ধনপাতা বন বিহারের দুদিন ব্যাপী কঠিনচীবর দান সমাপ্ত

Published: 31 Oct 2023   Tuesday   

রাঙামাটির মগবান ইউনিয়নের ধনপাতা বন বিহারে দুদিন ব্যাপী ১৯তম তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব মঙ্গলবার সমাপ্ত হয়েছে।


ধনপাতা বন বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির। ধর্ম দেশনা দেন নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি জিনানন্দ মহাস্থবির, রাঙামাটি রাজ বন বিহারে বশিষ্ট মহাস্থবির, দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ শুভবর্ধন মহাস্থবির, দীঘিনালা ধুতাঙ্গ টিলা বন বিহারে উপাধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, ধনপাতা বন বিহারে অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবি।

 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, বিএনপির নেত্রী মৈত্রী চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, শিক্ষাবিদ বাঞ্চিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ প্রস্তুতকৃত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য হস্তান্তর করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপায়ন চাকমা।

 

এর আগে সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দানসহ নানা দান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শত শত পুর্নাথী অংশ নেন। এর আগে গেল সোমবার চরকা সূতা কাটা থেকে কাপড় তৈরীর বেইন ঘর উদ্বোধন করেন শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির।


ধর্মীয় আলোচনা সভায় ভিক্ষুরা  ভগবান বুদ্ধের  দেওয়া উপদেশ মেনে চলে মিথ্যা দৃষ্টি বর্জন করে সৎকর্ম, কৌশল কর্ম  ও সৎ পথে জীবন যাপনের উপদেশ  প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত