বাঘাইছড়িতে সেনা বাহিনী ও ইউপিডিএফের বন্দুক যুদ্ধের ঘটনায় আহত ১জনের মৃত্যু

Published: 24 Apr 2015   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছেছড়ি এলাকায় সেনা বাহিনী ও ইউনাইটেড পিপলসডেমেক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সাথে বন্দুক যুদ্ধের ঘটনায় আহত উদয়ন চাকমা(৩৩) নামের একজনের মৃত্যু হয়েছে। তার পিতার নাম দয়ালচন্দ্র চাকমা। সে বটতলী এলাকার বাসিন্দা। 

 

উল্লেখ্য,বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছেছড়ি এলাকায় সেনা বাহিনী ও ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধে রনেশ চাকমা ওরফে সুপ্রিম নিহত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। সেনা বাহিনী সদস্যরা তল্লাশী চালিয়ে একটি এসএমজি ও ৪০ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটুকি ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। তবে ইউপিডিএফের পক্ষ সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধের ঘটনা সত্য নয় বলে দাবি করেছে।


স্থানীয় সূত্র জানায়,বৃহস্পতিবার সেনা বাহিনী ও ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় আহত অবস্থায় ইউপিডিএফের সদস্য উদয়ন চাকমা মারা যান। ঘটনার পর আহত অবস্থায় তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাতেই তিনি মারা যান।


সূত্র  আরো জানায়, নিহত উদয়ন চাকমাকে শুক্রবার দুপুরের দিকে গ্রামের বাড়ী বটতলী এলাকায় তার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।


অপরদিকে,বাঘাইছড়ি উপজেলার ডলুবন্যা এলাকায় বিবদামন দুই গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে প্রচন্ড বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় ৩ ঘন্টা ব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহত হয়েছে কিনা সূত্রটি নিশ্চিত করতে পারেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত