ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদে পাহাড় থেকে চার নেতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

Published: 28 Oct 2023   Saturday   

পার্বত্য চট্টগ্রাাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে  ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে পদ লাভ করায় চার ছাত্র নেতাকে শনিবার রাঙামাটিতে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রলীগ।

 

সংবির্ধত চার ছাত্রলীগ নেতা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিন বাহাদুর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-অপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহাদাত হেসেন ও উপ- তথ্য ও প্রচার সম্পাদক আমির হোসেন খসরু। 

 

জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামটি পৌরসভা প্রাঙ্গনে  সংবর্ধনা ও ছাত্রসমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  অংসুই প্রু চৌধুরী। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা রাঙামাটি পৌর মো: আকবর হোসেন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, আশীষ কুমার চাকমা নব, সাবেক সভাপতি অংসুইছাইন চৌধুরী, নিহার দেব, মো: দীদারুল আলম, মো: শাহ এমরান রোকন, সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল প্রমুখ।  সমাবেশে ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মী যোগদান করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত চার ছাত্রলীগ নেতাদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিন বাহাদুর ছাড়া সবাই উপস্থিত ছিলেন। সমাবেশ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত