রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকের শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে রাঙামাটিতে স্কুলে এক নীরবতা পালন

Published: 23 Apr 2015   Thursday   

সাভারের রানা প্লাজা ট্রাজেডির ঘটনায় নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন স্কুলে এসেম্বলী সময়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। 

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে রাঙামাটি শিশু নিকেতনের এসেম্বলীর সময়ে রানা প্লাজার নিহত ব্যক্তিগণের বিদেহী আত্নার শান্তি ও মঙ্গল কামনা এবং আহত ও ক্ষতিগ্রস্তদের শ্রমিক পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্লাস্টের কর্মকর্তরা অংশ নেন।


রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল প্রারম্ভে দুই বৎসর আগে সংঘটিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনার ভয়াবহতা এবং তৎসময়ে যে মানবিক বিপর্যয় সৃষ্ঠি হয়েছিল সে সম্পর্কে সকলকে অবহিত করেন। ভবিষ্যতে যাতে এ ধরণের আর কোন ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সে প্রত্যাশা করেন।


ব্লাস্টের রাঙামাটি ইউনিটের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, রানা প্লাজা ট্রাজেডী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভবন ধসের ঘটনা এবং ২০১৩ সালের ২৪ এপ্রিল সংঘটিত ওই ট্রাজেডির ভয়বহতা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছেন। দীর্ঘ দুই বৎসর অতিক্রান্ত হলেও সরকার কর্তৃক ঘটনায় নিহত ব্যক্তিগণের কোন যথাযথ ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিগণের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। যার প্রেক্ষিতে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিগণের পরিবারের সদস্যগণ চরম আর্থিক ও মানসিক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। বর্তমানে সরকার পোশাক ও কলকারখানা শ্রমিকদের কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ও জীবন মানে উন্নতির জন্য কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

 

তিনি পোশাক ও কলকারখানার শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং বেতন সহ অন্যান্য সুবিধাদির বিষয়টি আই,এল,ও কনভেনশন এবং দেশে বিদ্যমান শ্রম ও শিল্প কারখানা আইনের আওতায় যথাযথ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কলকারখানার মালিকদের জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং একটি সুস্পষ্ট নীতিমালার আলোকে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি পরিচালিত করার সরকারের কাছে  দাবি তুলে ধরেন। 

 

তিনি আরও বলেন, ব্লাস্ট কৃর্তক মহামান্য হাইকোর্টে রীট মামলা দায়েরের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট কর্তৃক রানা প্লাজায় নিহত ব্যক্তিগণের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিগণের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও শ্রমিকদের নিরাপত্তা ও কাজের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সরকার ও গার্মেন্টস্ এর মালিক সংগঠনসমূহকে নির্দেশনা প্রদান করা স্বত্বেও আজও পর্যন্ত সরকার ও গার্মেন্টস্ এর মালিক সংগঠনসমূহ কর্তৃক ওই নির্দেশনাসমূহ প্রতিপালন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তিনি অবিলম্বে ওই নির্দেশনাসমূহ বাস্তবায়নের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত