রাঙামাটি জেলা প্রশাসনের মনিটরিং টিমের বনরুপা বাজার পরিদর্শন

Published: 12 Oct 2023   Thursday   

রাঙামাটি শহরের বিভিন্ন বাজারে পণ্য বেশী দামে বিক্রি করতে না পারে সে লক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করেছে।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে প্রধান বানিজ্যিক এলাকা বনরুপা কাচাঁ তরকারী বাজার ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি বিভিন্ন দোকানীদের কাছ থেকে পণ্য ক্রয়ের মোমোসহ মূল্য তালিকা যাচাই করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ গঠিত বাজার মনিটরিং টিমের সদস্যরা।


জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ হোসেন খান জানান, বাজারের কেউ অধিক মূল্য পণ্য বিক্রি করছে কিনা তা মনিটরিং করা হয়েছে। যারা বেশী দামের পন্য বিক্রি করছে তাদের সর্তক করে দেয়া হয়েছে। এছাড়া গঠিত কমিটি বাজার মনিটরিং করবে। যদি কেউ বাজারে অধিক মূল্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত