রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় মঙ্গলবার সকালে চলন্ত একটি কাঠ বোঝাই ট্রাকে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করেছে। এতে ট্রাক চালক সৈয়দ আলম(২৬) গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাঙামাটি শহর থেকে ঢাকার উদ্দেশ্য একটি কাঠ বোঝাই ট্রাক ছেড়ে যায়। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় পৌছলে একদল সন্ত্রাসীরা কাঠ বোঝাই ট্রাককে লক্ষ্য ব্রাশ ফায়ার সরলে ট্রাক চালক সৈয়দ আলম বাম পায়ে গুলি বিদ্ধ হন। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ব্রাশ ফায়ারে ট্রাকের চাকা ও গাড়ীর ছিদ্র হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে ট্রাকটি উদ্ধার করে। খবর পেয়ে বিক্ষুব্ধ ট্রাক চালক ও শ্রমিকরা শহরের পৌর ট্রাক টার্নিমাল এলাকার সড়কে অবরোধ করে। তবে অবরোধকারেিদর সরিয়ে দেয় পুলিশ।
ওই ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন জানান, সড়কের ঢালু পাহাড় উঠার সময়হ হঠাৎ করে সন্ত্রাসীরা এলাপাতাড়ি গুলি করলে ট্র্রাক চালকের পায়ে গুলি লাগে। এছাড়া গুলিতে গাড়ী চাকায় ও ট্রাকের গুলি লেগে ছিদ্র হয়েছে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর আমিন জানান, ঘটনার পর সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযানে নেমেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.