আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবীতে রাঙামাটি সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি শুরু

Published: 10 Oct 2023   Tuesday   

আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন,শিক্ষা ক্যাডারদের পদোন্নতি, পদ সৃজনসহ বিভিন্ন দাবীতে মঙ্গলবার থেকে তিন দিনের রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।


বিসিএস সাধারন শিক্ষা সমিতির উদ্যোগে রাঙামাটি সরকারী সরকারী কলেজের একাডেমিক ভবনের সামনে শিক্ষকরা তিন দিনের অংশ হিসেবে প্রথম দিনে কর্মবিরতি পালনকালে কলেজের যাবতীয় শ্রেনী পাঠদান ও দাপ্তরিক কাজ কর্ম বন্ধ ছিল। কর্মবিরতি পালনের সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, বিসিএস সাধারন শিক্ষা সমিতির রাঙামাটি ইউনিটের সাধারন সম্পাদক শান্তনু চাকমা প্রমুখ।


শিক্ষক নেতৃবৃন্দ, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের পদোন্নতি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবী অতিদ্রুত কার্যকর করা না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন।


শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের পদোন্নতি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রয়োজনীয় পদ সৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিলসহ বিভিন্ন নায্য দাবী আজো পুরণ হয়নি। এসব দাবী পুরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত