খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় রোববার একই দিনে তিন জন আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে দুই কিশোর-কিশোরী ও এক যুবক রয়েছেন।
পুলিশ জানায়. গুইমারা উপজেলার সিন্ধুক ছড়িতে একই এলাকার এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তমেজয় ত্রিপুরা(১৮)। এতে পাড়া-প্রতিবেশি তা মেনে না নেয়ায় তার জেদ ধরে রোববার তমেজয় ত্রিপুরা গলায় ফাঁস দিয়ে আত্নাহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মৃত দেহ উদ্বার করে। একইভাবে প্রেমিকা কিশোরীটিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও সে বেঁচে গেছে। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল এলাকায় আব্দুল মোতালেব (২৯) নামের এক শ্রমিক আত্নহত্যা করেছেন। তবে তার আত্নহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পারিবারিক কলহের জেরে জেলা সদরের কমলছড়িতে পদ্মাদেবী ত্রিপুরা (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব কর জানান, কিশোরের লাশ উদ্বার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া কিশোরীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.