রাঙামাটি পৌরসভায় বন্যায় ও ভুমিধসে ক্ষতিগ্রস্ত একশ পরিবারকে অর্থসহ বিভিন্ন সামগ্রি বিতরণ

Published: 07 Sep 2023   Thursday   

রাঙামাটিতে  বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙামাটি  পৌরসভায় বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত এক শত পরিবারের গৃহ নির্মাণে নগদ অর্থ ও কিট বক্স বিতরণ করেছে।


শহরের কেকে রায় সড়ক এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশের যৌথ  উদ্যোগে স্টার্ট ফান্ডের কারিগরী সহায়তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসে নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারিতাসের চট্টগ্রামের সিনিয়র প্রোগাম অফিসার এজেএম মাজহারুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,রাঙামাটি পৌর কমিশনার রবিমোহন চাকমা। স্বাগত বক্তব্য দেন আশিকার প্রকল্পের টিম লিডার বিধান চাকমা।
অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভা ও বিলাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভুমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারসমুহের জন্য জরুরী মানবিক সহায়তা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌরসভায় একশ   পরিবারকে  সাড়ে পাঁচ হাজার টাকা করে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা,ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়। প্রকল্পের আর্থিক সহায়তা দেয় ইউকেএইড, নেদারল্যান্ড সরকার ও জেওএ।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম বলেন, দুর্যোগকালীন সময়ে সাধারন মানুষের জানমাল রক্ষায় প্রশাসনের কর্মকর্তা থেকে মিডিয়াকর্মীরা অনেক কষ্ট করে থাকেন। কিন্তু পাহাড় ধসে ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারী লোকজন সহায়তা করে না। অথচ প্রশাসনের কর্মকর্তা থেকে মিডিয়াকর্মীরা তারা নিজেদের জানমালের রক্ষার্থে না সাধারন মানুষের সম্পদ রক্ষার জন্য কাজ করেন। তাই দুর্যোগের সময় আপনারা যারা পাহাড় ধসের ঝুকিতে থাকেন প্রশাসনের অনুরোধে সাড়া দেবেন। দুর্যোগ যা হোক না কেন শেষ পর্ষন্ত  সবসময় আমরা বিজয়ী হই। তিনি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও কারিতাস বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা অর্থ ও অন্যান্য সামগ্রি ঠিকমত কাজে লাগানোর অনুরোধ জানান।  


উল্লেখ্য,গেল আগষ্টে টানা আট দিন ব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় বিলাইছড়ি  উপজেলার দুটি ইউনিয়নে বন্যায় ও ভুমিধসে ১১৭৪ টি পরিবার ও রাঙামাটি পৌর সভায় একশত পরিবারের উপরে ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এমন বেশী ক্ষতিগ্রস্ত বিলাইছড়িতে ছয়শত পরিবার ও রাঙামাটি পৌর সভায় একশত পরিবারকে এ পর্ষন্ত প্রায় ৪০ লাখ টাকা ও কিট বক্স বিতরণ করেছে কারিতাস ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত