সময়সীমা বেঁধে দেয়ার প্রতিবাদে অর্নিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন মহালছড়ি জেলে ও ব্যবসায়ীদের

Published: 02 Sep 2023   Saturday   

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের নিদিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার প্রতিবাদে শনিবার থেকে অনিদিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ অবস্থান ধর্মঘট পালন করছেন খাগড়াছড়ির মহালছড়ি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।


কাপ্তাই হৃদ হওয়ার পর থেকে  খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জেলেরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মহালছড়ির উপকেন্দ্রে যে কোন সময় রাজস্ব দিয়ে মাছ বিক্রি করে আসতেছেন। কাপ্তাই হৃদে বিগত ৪ মাস ১২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর গেল ১ সেপ্টেম্বর থেকে হৃদে মাছ ধরা শুরু হয়। হঠাৎ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপক ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেন। সময় বেঁধে দেয়ার কারণে বিপাকে  পড়েন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীরা বলেন অনেক জেলে রাতে মাছ ধরা পর রাত ৩ টা থেকে মাছ ঘাটে আনা শুরু করেন এবং ব্যবসায়ীরা রাতে রাজস্ব দিয়ে, তারা সে মাছ গুলো ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠিয়ে দেন। রাতে মাছ পাঠালে মাছগুলো ভোর সকালে বিক্রি হয়, এতে তারা ন্যায্য মূল্য পান । বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নতুন সময় বেঁধে দেয়ার কারনে তারা আর জেলার বাইরে মাছ পাঠাতে পারছেন না। কারন সকালে মাছ পাঠালে সে মাছ গুলো পচে  যায় আর বিক্রি হয় না, এতে তারা ক্ষতির শিকার হন। তাদের দাবী নতুন নিয়ম রাজস্ব আদায় করা হলে তাদের ব্যবসায়ে ক্ষতি হবে এতে ব্যবসা করা না করার সমান হবে। তাই  রাজস্ব আদায়ের বেঁধে নতুন নিয়ম বাতিল করার জন্য মাছ ধরা বন্ধ ও অবস্থান ধর্মঘট পালন করছেন জেলে ও ব্যবসায়ীরা।


মহালছড়িতে  প্রায় ১ হাজার ৫শত ৯১ জন সরকারীভাবে নিবন্ধিত জেলে কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। নিবন্ধন ছাড়াও অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে।


মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নতুন সময় বেঁধে দেয়ার কারনে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির শিকার হবেন। তিনি এই নিয়ম বাতি করার অনুরোধ জানান।


বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্রের ষ্টেশন কর্মকর্তা জানান জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবী, তিনি উর্ধ্বতন কর্তৃটক্ষকে জানিয়েছেন।  কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করবেন।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত