রাঙামাটি শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক ৩৭, মুচলেখায় মুক্তি

Published: 21 Aug 2023   Monday   

রাঙামাটি শহরে বখে যাওয়া বখাতে কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৩৭ জন কিশোরকে আটক করা হয়েছে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে আটকৃতদের অভিভাবকদের থানায় ডেকে এনে পরবর্তীতে এরকম কাজে জগাবে না বলে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার রাত ৮টা থেকে ১০টা পর্ষন্ত শহরের ৬টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

 

রাঙামাটি কাতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন কজানান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় বখে যাওয়া উঠতি বয়সি কিশোর ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালনোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাত ৮টা থেকে রাত ১০ টা পর্ষন্ত শহরের কাঠাঁলতলি, বনরুপা ফরেষ্ট রোড, ট্রাইবেল আদাম, কালিন্দিপুর, স্টেডিয়াম এলাকা ও কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে উঠতি বয়সি ৩৭ জন কিশোরকে আটক করা হয়। আটকৃতকৃতদের বিরুদ্ধে মোবাইল ক্যাসিনো, জুয়ার আড্ডা, মাদকের আড্ডাসহ কিশোর গ্যাং কার্যক্রম পরিচালনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটককৃতরা অধিকাংশই শিক্ষার্থী ও ভালো পরিবারের সন্তান। তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পিতা-মাতা বা অভিভাবকদের থানায় ডেকে নিয়ে পরবর্তীতে এসব কার্যক্রমে জড়াবে না মর্মে মুচলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


তিনি আরো জানান, রাতের বেলা ঘরে বাইরে আড্ডা দেওয়া, মোবাইলে গেইমস খেলা, মাদক সেবন ছাড়াও অন্যান্য অপরাধের সাথে জড়াতে না পারে, বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে এ প্রতিরোধ মূলক ব্যবস্থার জন্য এ অভিযান। তিনি এখন থেকে রাত আটটার পর থেকে রাঙামাটি শহরের কোথাও উঠতি বয়সি ছেলে-মেয়েদের অহেতুক আড্ডায় দেখলে আটক ও এ ধরনের দৃশ্য দেখলে পুলিশকে খবর দেওয়ার জন্য জনসাধারণকে আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত