বৃষ্টিপাত কমায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

Published: 10 Aug 2023   Thursday   

বৃষ্টিপাত কমে যাওয়ায় রাঙামাটিতে সৃষ্ঠ বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নিম্নঞ্চল প্লাবিত হয়ে জেলার চারটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়।


জানা গেছে, টানা বৃষ্ঠিপাতে কাচালং নদীর পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নবাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে প্রায় ৩০ হাজার মানুষ বন্যায় কবলিত হয়ে পড়ে এবং প্রায় এক হাজার পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমায় এলাকার বন্যা পানি কমতে শুরু করেছে। দুর্গতদের উপজেলা প্রশাসন থেকে দুর্গতদের ত্রাণ বিতরণ করা হচ্ছে।


এদিকে,জুরাছড়ি উপজেলা ৪টি ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে ও বরকল উপজেলায় কয়েকটি এলাকা ভারী বৃষ্টিপাতে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। এসব এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। জুরাছড়িতে উপজেলা পষিদ চেয়ারম্যান সুরেজ কুমার চাকমা ও বিলাইছড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তংচংগ্যা দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, প্লাবিত পানি কমতে শুরু করেছে। উপজেলার কয়েকটি এলাকায় বর্তমানে ৫ থেকে ৬পরিবার পানি বন্দিতে রয়েছেন। এছাড়া আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় এক হাজারের অধিক পরিবার। তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে।


রাঙামাটি কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, জেলায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির সম্ভাব্য তালিকা করা হয়েছে। এতে এটি চুড়ান্ত তালিকা না। বন্যায় জেলার দশ উপজেলায় আউশ, আমন, সব্জি, আদা ও হলুদের ৩হাজার ১৩৫.৫৫০ হেক্টর ফসলী জমি ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ২হাজার ৩৩৬ হেক্টর ফসলি জমির সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে অর্জিত ফসলী জমির পরিমাণ ধরা হয়েছে ২০ হাজার ৭১৬ হেক্টর। উপজেলার মধ্যে সবচেয়ে বেশী বাঘাইছড়িতে দুই হাজার হেক্টর, জুরাছড়িতে ২৭০ হেক্টর ও বিলাইছড়িতে ২০ হেক্টর ফসলি জমির সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দেরীতে হলেও রোপা ও অমন ধানের বীজ তলার জন্য বিএডিসি এর সাথে যোগাযোগ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত