চতুর্থ পর্যায়ে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ পেলেন ২১৩ পরিবার

Published: 09 Aug 2023   Wednesday   

মুজিব বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ  পর্যায়ের ২য় ধাপে সারা দেশের ন্যায় রাঙামাটি জেলার ৬টি উপজেলায় মোট ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। 

 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর করেন।এর মধ্যে কাউখালী উপজেলার ৪৯জন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

 

রাঙামাটি প্রান্তে কাউখালী উপজেলার ৪৯জন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলামসহ কাউখালী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, রাঙামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা সর্বমোট ৪হাজার ৫৩৪টি।মুজিব বর্ষে জেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (১মধাপে) ১হাজার ৯১৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে (২য়ধাপে) বুধবার আরো ২১৩টি ঘর হস্তান্তর করা হল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত