কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে

Published: 06 Aug 2023   Sunday   

টানা ভারী বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা হয়েছে। ইতোমধ্যে এসব ইউনিট থেকে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।


কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানির উচ্চতা থাকার কথা ৯০ দশমিক ৬০ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। কিন্তু রোববার হ্রদে পানির উচ্চতা রয়েছে ৮২ দশমিক ৯০ ফুট এমএসএল। কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা হয়েছে। সব কটি ইউনিট থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।


কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গেল কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অসতে আসতে বৃদ্ধি পেতে শুরু করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত