ভারী বর্ষণে বিলাইছড়িতে কয়েকটি জায়গায় পাহাড় ধস

Published: 06 Aug 2023   Sunday   

টানা ভারী বর্ষণে বিলাইছড়ি উপজেলার কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি চলমান থাকলে আরও বড় ধরনের পাহাড় ধসসহ পাহাড়ী ঢলের ফলে জানমালের ক্ষতির আশংকা রয়েছে।

 
বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও  ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রাণী বালা তঞ্চঙ্গ্যা জানান. শনিবার (৫ আগষ্ট) রাতে বিলাইছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দূর্গম শালবাগান পাড়ায় পাহাড় ধসে নিরান চাকমার (বাত্তেধন) বাড়ি মাটি চাপা পরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় । এতে তারা প্রাণে বাঁচলেও বাড়িতে থাকা কোন জিনিস রক্ষা করতে পারেনি। এবং একি বাড়িতে তারা দোকানও দিত বলে জানান।
 
এদিকে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সামনে একটি কৃঞ্চচূড়া গাছ শেকড়সহ উপড়ে  বিদ্যুৎ এর সংযোগ খুঁটির উপর এবং  নবমির্মিত নার্সদের আবাসিক ভবনের উপর পড়লে ভবনের কোণার কিছু অংশ ফাটল ধরে। তবে কোন  ক্ষয়-ক্ষতি হয়নি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতে ছোট ছোট পাহাড় ধস ও পাহাড়ী ঢলের প্রভাবে বর্ষার সীজনের কিছু ধান্য জমির ক্ষতির খবর পাওয়া গেছে। 
 
ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, আমার ইউনিয়নে এখনো বড় ধরনের কোন ঘটনার খবর পাইনি। তবে বৃষ্টি চলমান থাকলে অতীতের মতো পাহাড়ী ঢলে ফারুয়া বাজারসহ নিম্নানচল এলাকাগুলো প্লাবিত হয়ে জানমালের ক্ষতির আশংকা রয়েছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন জানান, উপজেলার কয়েকটি ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ছাড়া তেমন কোন ধরনের বড় ঘটনা এখনো ঘটেনে। ঝঁকি পূর্ন এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। তিনি আরও জানান, বিলাইছড়ি সদরে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্পকলা একাডেমী, পুরাতন কৃষি অফিস ও বিলাইছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেংড়াছড়ি  ইউনিয়নে কেংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া ইউনিয়নে সকল সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে।
 
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, শালবাগান পাড়ায় পাহাড় ধসে বাড়ির ক্ষতি  ও পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ উপড়ে পড়ার ঘটনা ব্যাতীত তেমন বড় কোন ঘটনার খবর এখনো আসেনি। চিহ্নিত ঝঁকিপূর্ণ এলাকার লোকজনকে  আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। এবং সকলকে নিরাপদ স্থানে ছড়ে যেতে মাইকিং করা হচ্ছে।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত