সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

Published: 05 Aug 2023   Saturday   

প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরই অংশ হিসেবে ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পরিষদ’র চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুদান প্রদান করেছেন।
 
জানা গেছে, শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী  প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়ার হাতে  অনুদান হস্তান্তর করেন। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে)’ সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারন সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার, হাচনসনপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী; সাংবাদিক পলাশ বড়ুয়া অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ-খবর রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, তিনি দাপ্তরিক প্রয়োজনে জরুরীভাবে ঢাকায় যাচ্ছেন। সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকার জন্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
 
 
উল্লেখ্য, গেল ৩০ জুলাই রাঙামাটির লংগদু উপজেলায় বেড়াতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে লংগদুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তির পর  চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। গেল বুধবার রাতে তিনি ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত