উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি

Published: 03 Aug 2023   Thursday   

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করেছেন।


সকাল ৮ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার নেতৃত্বে ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন জানান। পরে টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করেন। এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এসময় বোর্ডের চেয়ারম্যান জনাব সুপ্রদীপ চাকমা এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খান, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী রাঙামাটি, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল প্রমুখ।


উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রদূত জনাব সুপ্রদীপ চাকমা গেল ২৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত