গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের লক্ষ্য মঙ্গলবার তথ্য আপার বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২পর্যায়) কাউখালী উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যাগে ঘাগড়া কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়ানূরীয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, কাউখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রæ মারমা,কাউখালী কলেজের পরিচালনা কমিটির সভাপতি অভয় প্রকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান শেষে তথ্য আপা সদস্যদের একটি করে চারা গাছ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য দীপংকর তালুকদারএমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য আপার মাধ্যমে আপনাদের জন্য উঠান বৈঠক তৈরীর আয়োজন করেছেন কি জন্য। এটি করার অন্যতম কারণ হল একজন ভালো মা হওয়া। ভালো হলেও ভালো সন্তান ও ভালো নাগরিক তৈরী করতে পারবেন। তাই এ তথ্যর মাধ্যমে আপনাদের স্বাস্থ্যগত সমস্যা জানতে পারছেন, ব্যাংক থেকে টাকা কত টাকা উঠানো হয়েছে, বিভিন্ন ডিজিটাল সেবাসহ ইত্যাদি সম্পর্কে তথ্য জানতে পারছেন। যাতে আপনারা স্বালম্বী হতে পারেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একজন যোগ্য প্রধানমন্ত্রী নন তিনি একজন আদর্শ মা-ও। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়জেদ জয় আজকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে তার কারণে ডিজিটাল বাংলাদেশের রুপান্তরিত হয়েছি। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়জেদ পুতুল বিশ্বের প্রতিবন্ধিদের জন্য করে যাচ্ছেন। জাতিসংঘে তিনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তাই ভালো মা হলে একজন ভালো নাগরিক পাবো। এই ভালো মা সৃষ্টির জন্য আজকের তথ্য আপা। এ তথ্য আপর মাধ্যমে উঠান বৈঠকের আয়োজন। তিনি তথ্য আপার মাধ্যমে সুযোগ সুবিধা পেয়ে আপনাদের ছেলে-মেয়েদের মানুষ হিসেবে গড়ে তুলে আগামীতে যাতে ভবিষ্যত প্রজন্মেরা বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.