রাঙামাটিতে সেরা স্কুল কাপ্তাইয়ের নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ

Published: 28 Jul 2023   Friday   

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে এবারও  রাঙামাটিতে  নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১জন শিক্ষাথী। 
 
জানা গেছে, এবছর কাপ্তাই নৌবাহিনী স্কুল থেকে এসএসসিতে ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৮ জনই পাস করেছে।  বিজ্ঞান বিভাগে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। 
 
এদিকে, কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২১৫ জন। এরমধ্যে পাশের করেছে ৯৫৬ জন। মোট জিপিএ- ৫ পেয়েছে ৭৫ জন শিক্ষার্থী। তবে দাখিল পরীক্ষায় কেউ জিপিএ-৫ পায়নি।   কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, কেপিএম স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
 
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্যাঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখছি। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত