জেএসএস নেতাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 16 May 2023   Tuesday   

এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) লক্ষীছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক নিলবর্ণ চাকমা (৫৮)কে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার  বিক্ষোভ-সমাবেশ  করা হয়েছে।
 
চেঙ্গী স্কয়ারে জেএসএস এর খাগড়ছড়ি জেলা শাখার উদ্যোগে সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) নেতা জগদীশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে  বক্তব্যে রাখেন  জেএসএস সদর থানা শাখার সভাপতি যোকি চাকমা, জেলা পিসিপির সভাপতি সুভাষ চাকমা, মহিলা নেত্রী ববিতা চাকমা, রাঙামাটি জেলা কমিটির নেতা বিপুলেশ্বর চাকমা প্রমুখ।  এর আগে একটি বিক্ষোভ-মিছিলটি মহাজন পাড়ারস্থ সুর্য শিখা ক্লাব থেকে শুরু  হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। 
 
বক্তারা বলেন, সোমবার রাত ৯টার দিকে লক্ষীছড়ি উপজেলা হাসপাতাল সংলগ্ন বেলছড়ির নিজ বাড়িতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিস ফ্রন্টের(ইউপিডিএফ)  মূল দল কর্তৃক জেএসএসের লক্ষীছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক নিলবর্ণ চাকমাকে গুলি করে হত্যা চেষ্টার করে।
 
বক্তারা আরো বলেন,, ঘটনাটি যারাই ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হত্যার উদ্দেশ্য এ নেক্কার জনক ঘটনা ঘটানো হয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্য ইউপিডিএফের অস্ত্রধারীদেরকে নির্মূল ঘোষনা করে তাদের সকল কার্যক্রম অবৈধ ও অবাঞ্চিত ঘোষনার দাবী জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে ঘটাতে না পারে সেজন্য জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর  জোর দাবী  জানান।
--প্রেস বিজ্ঞপ্তি। 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত