খাগড়াছড়ির গুইমারাতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক

Published: 27 Jan 2023   Friday   

খাগড়াছড়ির গুইমারাতে অসহায় হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ইউপিডিএফ(গনতান্ত্রিক)।  শুক্রবার(২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় গুইমারা বাজারের একটি টাওয়ার এর হলরুমে  ইউপিডিএফ গনতান্ত্রিক গুইমারা উপজেলা শাখার সমন্বয়ক সত্য জীবন দেওয়ান নবীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য সুলেন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক  সম্পাদক সবিনয় চাকমা। সংক্ষিপ্ত আলোচনা শেষে দেড় শতাধিক পাহাড়ি বাঙ্গালী শীতার্থদের মাঝে এ  শীতবস্ত্র  প্রদান করা হয় এবং ৩০ জন  গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
 
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে  অবৈধ অস্ত্র বন্ধ করা আন্দোলনসহ পাহাড়ে বসবাসরত মেহনতি মানুষের পক্ষে ইউপিডিএফ গনতান্ত্রিক কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ের গরীব শীতার্দের শীতবস্ত্র বিতরন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ কর্মসূচী আগামীতেও  অব্যাহত থাকবে বলে জানান বক্তারা। 
অনুষ্ঠানে এলাকারা পাহাড়ী বাঙ্গালীর গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
 
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত