লামায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ঃ আহত ২

Published: 22 Apr 2015   Wednesday   

বান্দবানের লামা উপজেলায় আলীকদম-চকরিয়া সড়কের ইয়াংছার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতের নাম মোঃ মাইনুল আলম (১৬)। সে একজন আইসক্রিম বিক্রেতা।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বান্দরবানের লামা উপজেলার আলীকদম-চকরিয়া সড়কের ইয়াংছার মোড় দিয়ে আইসক্রীম ভর্তি তিন বন্ধু ভ্যান চালিয়ে ইয়াংছা বাজারে আসার পথে বিপরীত দিক দিয়ে চকরিয়াগামী আলীকদম থেকে আসা একটি যাত্রীবাহী বাস(যাত্রীবাহী গাড়ি নং: চট্টমেট্ট্রো চ-৫১২) আইসক্রীম ভর্তি ভ্যানটিকে চাপাদেয়।  বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে  মারা যায় আইস ক্রিম বিক্রেতা মোঃ মাইনুল আলম। এ সময় অপর দুই আইসক্রীম বিক্রেতা মোঃ ইলিয়াছ (২৫), ও মোঃ ইউনুস (২১) গুরুতর আহত হয়। নিহত ও আহতরা সবাই কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কসাই পাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর পর গাড়ী চালক পালিয়ে যায়।

 

লামা থানার উপ-পরিদর্শক এস.আই মোঃ নুরুজ্জামান জানান,নিহত মোঃ মাইনুলের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত