খাগড়াছড়িতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বাল্যবিবাহ নিরোধ প্রবিধানমালা-২০১৮, শিশুসুরক্ষা ও অধিকার,জেন্ডার সমতা ও ন্যায্যতা বিষয়ের উপর দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার গ্রীন হিলের উদ্যোগে বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের একটি বেসরকারী হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতাখীসা।
কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ প্রবিধানমালা-২০১৮, শিশুসুরক্ষা ও অধিকার,জেন্ডারসমতা ও ন্যায্যতা বিষয়ের উপর দিন ব্যাপী আলোচনা করা হয়। কর্মশালায় খাগড়াছড়ি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন সরকারী কার্যক্রমের পাশাপাশি বাল্যবিবাহ, নারী সহিংসতা প্রতিরোধ এবং নারী ও শিশু সুরক্ষায় নিয়মিত ভাবে কার্যক্রম পরিচালনা করছেন সকল স্থানয়ি উন্নয়ন সংস্থা গুলো। তবে এ বিষয়ে সকল উন্নয়ন সংস্থার সমন্বয়ে একটি নেটওয়ার্ক তৈরী করা হলে আরো ভালো হবে বলে মতামত দেন।
অনুষ্ঠানে মূল সঞ্চালনার দায়িত্বে ছিলেন গ্রীনহিলের সিইএমবি প্রকল্পের খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী টিটু তালুকদার। গ্রীন হিলের সিইএমবি প্রকল্পের কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
---হিলবিডি/সম্পাদনা/এ,ই