খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

Published: 26 Dec 2022   Monday   

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে  সোমবার বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ক্রইসা ঞো চৌধুরী


বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  খাগড়াছড়ির ট্রাস্টি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রুপনা চাকমা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক  শতরূপা চাকমা, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরা।  


এবারে খাগড়াছড়ি ৯টি উপজেলায় ৮২টি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানকে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত