বান্দরবানে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

Published: 22 Apr 2015   Wednesday   

বান্দরবানের অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোর ৩টার দিকে শহরের বালাঘাটা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বুধবার ভোর রাত ৩টার দিকে একটি চায়ের দোকানের চুল্লি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কাঁচা ঘর হওয়ায় মহুর্তেই আগুন ছড়িযে পড়ে। এতে একটি মুদির দোকান, কম্পিউটার ও ফটোকপির দোকান ও লাইব্রেরীর দোকানসহ অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রণজিৎ দত্ত বলেন, নজির আহম্মদের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫থেকে ৩০ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত