রাঙামাটিতে আওয়ামীলীগের পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা

Published: 16 Dec 2022   Friday   

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময়  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নিখিল কুমার চাকমা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সাবেক সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিজয় মিছিল সহকারে শহীদ মিনারে  গিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। বিজয় মিছিলের নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার।

আলোচনা সভায় দীপংকর তারুকদার এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীরা কোন প্রতিশ্রæতি নিয়ে যুদ্ধে যায়নি, তারা দেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।


 তিনি আরো বলেন, মহান মুুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা নিজের জীবন বাজী রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। তাদের ঋণ আমরা কখনোই শোক করতে পারবো না। মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত