বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি পরিদর্শনে উৎসাহিত করতে লিফলেট বিতরণ

Published: 15 Dec 2022   Thursday   

বিজিবির  রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম বলেছেন, দেশের সাতজন বীর শ্রেষ্ঠের একজন আব্দুর রউফ শুয়ে রয়েছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। পর্যটকরা এখানে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্য্যও উপভোগ করতে পারবে

বৃহস্পতিবার রাঙামাটিতে পর্যটকদের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে   ট্যুরিষ্ট বোট চালকদের উদ্বুদ্ধকরন হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


রাঙামাটি ঝুলন্ত সেতু বোট ঘাট এলাকায়  কাপ্তাই  হ্রদের ট্যুরিষ্ট বোট চালকদের কাছে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্ব গাথার লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পর্যটন ম্যানেজার সৃজন বিকাশ বড়ুযা, বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন রানা সোহেল, পর্যটন ইজারা ঘাটের ম্যানেজার রমজান আলী প্রমুখ। এসময় বিজিবি কমান্ডার বোট চালকদের মাঝে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্ব গাথার লিফলেট বিতরণ করেন।


বিজিবির  রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম আরো বলেন, দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন আব্দুর রউফ শুয়ে আছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। পর্যটকরা এখানে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্য্যও উপভোগ করতে পারবে।


তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে জানানো আমাদের নৈতিক দায়িত্ব। একইসাথে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তারা যদি বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানতে পারে তবে প্রচার হবে। আমরা চাই দেশ বিদেশের লোকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে রাঙামাটি সম্পর্কে জানুক। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানী মুন্সী আব্দুর রউফ অসীম সাহসিকতার সাথে লড়াই করে তাঁর সহযোদ্ধাদের জীবন রক্ষা করেছিলেন। এই বীর সেনার গৌবর  গাথার ইতিহাস জানার সকলের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত