বাঘাইছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে একজনের ও গলধোলাইয়ে ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

Published: 10 Dec 2022   Saturday   
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের চিন্তারামছড়া গ্রামে ভারসাম্যহীন ব্যক্তি দা কোপে সরল চাকমা (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার জের ধরে ক্ষুদ্ধ গ্রামবাসীরা ভারসাম্য ব্যক্তি মঞ্জু চাকমা (৩৬) কে পিটিয়ে হত্যা করেছে। শনিবার বিকালে েএ ঘটনা ঘটেছে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উত্তর শিজক গ্রামে মঞ্জু চাকমা ও তাঁর মা কালাচুলি চাকমা (৫৫) ও বাবা রতœ কুমার চাকমা বাড়িতে টেলিভিশন দেখছিলেন। রাত আট টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা দা দিয়ে মা-বাবাকে এলোপাতাড়ি কোপান। পরে তাঁদের চিৎকারে এলাকায় লোকজন ছুটে এলে মঞ্জু পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আঘাত গুরুতর হওয়ায় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
 
এদিকে, এ ঘটনার পর শুক্রবার রাতে মঞ্জু চাকমা তার মা-বাবার উপর হামলার পর পালিয়ে যায়। শনিবার বুঝিয়ে নিয়ে আসার জন্য চিন্তারামছড়া গ্রামের ২০ থেকে ৩০ জন মানুষ তাঁকে খুজঁতে বের হন।  খোঁজার এক পর্যায়ে চিন্তারামছড়া গ্রামে কালভার্ট এলাকায় পৌঁছলে ধন্য চাকমা (৩৫) ও সরল চাকমার (৬০) দা দিয়ে অর্তকিতে হামলা করে মঞ্জু। এতে ধন্য চাকমা পালিয়ে যেতে পারলেও সরল চাকমা পালাতে পারেননি। এতে মাথাসহ বিভিন্ন স্থানে দা দিয়ে কোপালে ঘটনাস্থলে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোকজন ঘিরে ধরে ভারসাম্যহীন ব্যক্তি মঞ্জু চাকমাকে গণপিটুনি দিলে সেও মারা যায়। 
 
ও্ই ইউনিয়ন পরিষদের সদস্য মধুসুদন চাকমা বলেন, ভারসাম্যহীন ব্যক্তি মঞ্জু চাকমা আমার বড় ভাইয়ে ছেলে।   যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজন।  মঞ্জু হামলা একজনের মৃত্যু ও গণবিটুনিতে সেও মারা যায়। 
 
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, দা দিয়ে কুপিয়ে একজনের মৃত্যু ও ভাসাম্যহীন ব্যক্তির গণবিটুনিতে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত