এসএসসিতে রাঙামাটিতে জিপিএ-৫ বৃদ্ধি পেলেও পাশের সংখ্যা কমেছে

Published: 28 Nov 2022   Monday   

এবার এসএসসি পরীক্ষার ফলাফলে রাঙামাটিতে জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও  পাশের হার কমেছে। জেলার পাশের হার ৭৭.৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন। জেলার শতভাগ পাশ করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।


জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রাঙামাটি জেলার ১০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ করেছে ৯হাজার ৬৬জন শিক্ষার্থী। এতে পাশের হার ৭৭,৮৫ শতাংশ। জেলার এবার জিপিএ ৫ পেয়েছে ২৮৪জন। জেলার সর্বোচ্চ  ৬৮ জন জিপিএ ৫ এ  পেয়ে প্রথম স্থানে রয়েছে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ। ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ এ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। তৃতীয় অবস্থানে রয়েছে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের জিপিএ-৫ পেয়েছে ৩০জন।  তবে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও পাশের হার কমেছে।  গেল বছর পাশের হার ছিল ৮৬.৮৩ শতাংশ।


এদিকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে করোনার কারণে এ বছর বিদ্যালয়ে শত ভাগ পাশ করতে না পারলেও আগামীতে শতভাগ পাশ করার আশা প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত