বিলাইছড়িতে এবারও এসএসসিতে এগিয়ে ফারুয়া উচ্চ বিদ্যালয়, পাশের হার ৯৪.৫৫শতাংশ

Published: 28 Nov 2022   Monday   

রাঙামাটির  বিলাইছড়ি উপজেলাতে এবারও এগিয়ে ফারুয়া উচ্চ বিদ্যালয়। তাদের  পাশের হার ৯৪.৫৫%। এবং একি উপজেলার বিলাইছড়ি  সরকারি উচ্চ বিদ্যালয়ের  পাসের হার  ৬৪.৮৬ %।
 
 
ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় তঞ্চঙ্গ্যার দেয়া তথ্য মতে, এবার তাদের বিদ্যালয়ের পাশের হার ৯৪.৫৫%। এবং জিপিএ ৫ পেয়েছে ৭ জন। যার মধ্যে ছেলে ৩ ও মেয়ে শিক্ষার্থী ৪ জন। তিনি জানান, এবার তার  বিদ্যালয় থেকে মোট ৫৫ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ছেলে শিক্ষার্থী ২৬ ও মেয়ে শিক্ষার্থী ২৯ জন।  এবং  পাশ করে ৫২ জন। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ২৬ ও মেয়ে শিক্ষার্থী ২৬ জন। আর অকৃতকার্য হয় ৩ জন এবং এরা সবাই মেয়ে শিক্ষার্থী।
 
 
এদিকে উপজেলা সদরের বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, তার বিদ্যালয়ে এবারের পাশের হার ৬৪.৮৬%।  এবারে তার বিদ্যালয় থেকে মোট ২৭৭ জন এসএসসি পরীক্ষার্থী  ছিল। তবে তার থেকে ২৭৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ছেলে ১২৪ ও মেয়ে ১৪৯ জন শিক্ষার্থী। এবং পাশ করে  ১৭৯ জন। যার মধ্যে ছেলে ৮৫ ও মেয়ে শিক্ষার্থী ৯৪ জন। এবং অংশগ্রহণ করা শিক্ষার্থী থেকে অকৃতকার্য হয়  ৯৪ জন। আর অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৪ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত