কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং

Published: 24 Nov 2022   Thursday   

রাঙামাটির কাউখালীর ফটিকছড়ি ইউনিয়নের দূর্গম জনপদ ডোবাকাটা গ্রামে সাধারণ পাহাড়ীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেছে
সেনাবাহিনী।

রাঙামাটি জোনের আওতাধীন দুর্নিবার এগার  (১১ ইবি) এর উদ্যোগে  বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা চলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ক্যাম্পিং।


ফটিকছড়ি ইউনিয়নের ডোবাকাটা গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করেন, রাঙামাটি সিএমএইচ এর ডাক্তার মেজর সঞ্জয় কান্তি নাথ, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ নাফিস ইমতিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলাম। এসময় প্রায় ২৫০ জন সাধারন পাহাড়ীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়।

 

রাঙামাটি সিএমএইচ এর ডাক্তার মেজর সঞ্জয় কান্তি নাথ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দূর্গম জনপদে পাহাড়ী জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেনাবাহীনি পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত