রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি সাত ফুট ও অপরটি ফুট দৈর্ঘ্যর দুটি আজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সাপ দুটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করা করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।
জানা গেছে, কাপ্তাই উপজেলার কাপ্তাই ৪১ বিজিবির এলাকাধীন লোকালয়ে রোববার সাত ফুট ফুট দৈর্ঘ্যর সাপটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেয়। অপর দিকে একই দিন ৫ফুট দৈর্ঘ্যর রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়। সোমববার বন বিভাগের কর্মীরাঅজগর সাপ দুটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন। গেল ৬ মাসে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে বিরল প্রজাতির ২টি বানর, ৭টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও একটি লজ্জাবতী বানর উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, উদ্ধার করা সাপ দু`টি রাঙামাটি বন সংরক্ষক (সিএফ) মোঃ মিজানুর রহমান ও বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ বনকর্মীগণ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.