রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Published: 29 Oct 2022   Saturday   

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপততিত্বে বিশেষ অতিথি  ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।

 

অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্কাউট সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপারের কার্যালয় সম্মুখ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান পুলিশ অতীতের চেয়ে বর্তমান সময়ে অনেকাংশে শক্তিশালী। তারা অতীতের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। পুলিশের প্রতি বর্তমানে সাধারণ মানুষের আস্থা এসেছে। সাধারণ মানুষ পুলিশের প্রতি আরো বেশি আস্থা বাড়াতে পুলিশকে কাজ করে যেতে হবে। পুলিশের কার্যক্রমে যদি আরো স্বচ্ছতা বাড়ানো যায় তাহলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আরও বেশি আস্থা বাড়বে। তাই সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ কাজ গুলো দ্রুত করতে পুলিশের প্রতি আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত