রাঙামাটিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান

Published: 21 Apr 2015   Tuesday   

প্রস্তাবিত নতুন জাতীয় বেতনের পে-স্কেলে অন্তভূক্তির দাবিতে মঙ্গলবার রাঙামাটিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখা। স্মারকলিপিতে আগামী ১ জুলাই থেকে এমপিওভূক্ত সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের জন্য বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

 

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট রাঙ্গামাটি জেলার সভাপতি মো. মঈন উদ্দিন ভূঁইয়া ও সেক্রেটারি শিবলী শান্তি চাকমার নেতৃত্বে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন। 

 

স্মারকলিপিতে সরকারি বেসরকারি বৈষম্য দূর করে প্রস্তাবিত নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকরা বেতন পাচ্ছেন ১৮ হাজার ৫শ’- আর বেসরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকরা পান ১৫ হাজার টাকা। এভাবে সবক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। এর আশু সমাধানে প্রয়োজন প্রধানমন্ত্রীর সিদ্ধ হস্তক্ষেপ। স্মারকলিপিতে এছাড়াও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভঁইয়ার জামিনসহ নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত