ঘাগড়া বাজারে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র লিটন মারা গেছে

Published: 30 Sep 2022   Friday   

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজারস্থ সড়ক দুর্ঘটনায় আহত  স্কুল ছাত্র লিটন চাকমা(৮) শুক্রবার রাত তিনটার দিকে মারা গেছে। সে রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জুনুমা ছড়া এলাকার আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  গেল বৃহস্পতিবার সকালের দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারস্থ এলাকায় চট্টগ্রাম-রাঙামাটির সড়কের একপাশে দাঁড়িয়েছিল আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র লিটন চাকমা, সেজাত, মোঃ মুমিন ও চতুর্থ শ্রেনী ছাত্র রায়হান। এসময়  চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি অভিমুখে যাওয়া  ওয়াগন গাড়ীটি একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ওয়াগনের ধাক্কায় অটোরিক্সা সিএনজিটি চার শিশু শিক্ষার্থীদের গায়ে লাগে। এসময় আশপাশের লোকজন চার শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেলারেল হাসপাতালে ভর্তি পাঠায়। এর মধ্যে লিটনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত ৩টায় মারা যায় লিটন। এ ঘটনার সাথে চালককে আটক করতে পারলেও হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত লিটন চাকমা জুনুমা ছড়া গ্রামের সাধন প্রিয় চাকমার একমাত্র সন্তান।  এলাকাবাসী ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘাগড়া বাজারস্থ সাফজয়ী পাঁচ ফুটবলারদের বরণের অনুষ্ঠান দেখতে গিয়েছিল নিহত লিটনসহ চার শিক্ষার্থী।


আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেলওয়ারা বেগম জানান, গা[ড়ীর ধাক্কা লেগে লিটনসহ চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোর রাত ৩টার দিকে মারা গেছে। এছাড়া তিন শিক্ষার্থীর মধ্যে রায়হানের পিঠের হাড় ভেঙ্গে গেছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, লিটন ক্লাশে মেধাবী ছাত্র ছিল। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রায়হান। তারও পিঠের হাড় ভেঙ্গে গেছে। অপর দুজন সেজাত ও মোঃ মুমিন বাড়ীতে চিকিৎসা নিচ্ছে। তাদের সবাইয়ের বাড়ী ঘাগড়া ইউনিয়নের জুনুমা ছড়া গ্রামে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পারভেজ আলী জানান, ঘাগড়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ছেলেটি মারা গেছে। তবে চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা রজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত