খাগড়াছড়ির পানছড়িতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোঃমহিউদ্দীন (২০)। সে পানছড়ি সদও ইউনিয়নের শনটিলা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানাায়,গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার সকাল ১০টায় শনটিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সে জিআর -৩৮০/১৪ মামলানং ১৬(১২)২০১৪ইং এর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওয়ারেন্টভুক্ত আসামী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.