খাগড়াছড়ির পানছড়িতে এতিম শিশুসহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Published: 07 Sep 2022   Wednesday   

 

 

 

খাগড়াছড়ি জেলার পানছড়িতে এতিম শিশুদের শিক্ষা উপকরণ ঘরের আসবাবপত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনাইটেড পারপাস’ ও  জাবারাং কল্যান সমিতি।

বুধবার সকালে পানছড়ি উপজেলা হলরুমে এসব বিতরণ করা হয়।
ইনটিগ্রেটেড সার্পোট ফর দ্যা লাইফলং সাকসেস অব অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্পের আওতায় ক্ষুদে ডাক্তারদের এপ্রোন ও ওজন মাপার যন্ত্র এবং ব্লু স্কুল উপকরণ দেয়া হয়। এছাড়া ১৫ টি স্কুল ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ২৫ হাজার টাকার চেক বিতরণ করে সংগঠনটি। পানছড়ি উপজেলায় এতিমসহ তিন হাজার শিক্ষার্থী এ সুবিধা পাচ্ছে। এছাড়া ইউনাইটেড পারপাস ও জাবারাং  পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার এতিম শিশুদের শিক্ষা নিশ্চিত করণনহ আর্থিব সুবিধা প্রদান করছে। যোতে কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

 

অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা, প্রোগ্রাম সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারি জ্ঞানদর্শী চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত