খাগড়াছড়ির গুইমারায় উপজেলা দেওয়ান পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বিক্ষোভ সমবেশে করেছেন ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো।
গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়,ঘটনার প্রতিবাদে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলায় কাচলংসহ কয়েকটি স্থানে স্থানীয় ইউনিটের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিমল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র বাঘাইছড়ি ইউনিটের সংগঠক রিয়েল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরারেমর বাঘাইছড়ি উপজেলা সভাপতি রতœজ্যোতি চাকমা ও সুজন চাকমা প্রমুখ।
এদিকে, খাগড়াছড়ি উপজেলা সদর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনে খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা। এছাড়া পানছড়ি, লক্ষীছড়ি,রামগড়, গুইমারা উপজেলা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
এসব সমাবেশ থেকে বক্তারা অতিদ্রæত ইউপিডিএফ সংগঠক অংথোই মারমার হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, অংথোই মারমার মতো ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যা করে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমিয়ে রাখা যাবে না। পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া জনগণকে সাথে নিয়ে আন্দোলন চলবে।
উল্লেখ্য, শুক্রবার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া নামক স্থানে দুর্বৃত্তরা ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।
--প্রেস বিজ্ঞপ্তি।