খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রæপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) কে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে খুন করে থাকতে পারে বলে পুলিশের ধারণা। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমার গণাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার পৌনে ৯টার দিকে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাবার পথে গুইমারার দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের সশস্ত্র হামলার শিকার হন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে হত্যার পর সন্ত্রাসীরা তাঁর মৃতদেহের পাশে একটি পিস্তল রেখে দেয়। নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তাঁর বাড়ি উপজেলার যৌথখামারের বুদুংপাড়ায়।
বিবৃতিতে অবিলম্বে অংথোই মারমা (আগুন)-এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: রশীদ জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্বার করা হয়েছে। নিহত অংথোই মারমা বুদুংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে। লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ নিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক এর গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা জানান গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে কে বা কাহারা মেরেছে তা আমরা জানিনা। এটি তাদের দলীয় কোন্দল কারনে হতে পারে।
এদিকে ইউপিডিএফ (প্রসীত গ্রæপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বাইল্যাছড়ি ব্রিজের উপর কলা বোঝাই ট্রাকে আগুন দেয় তার সমর্থকরা। একই সময় সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ তৈরি করে। ফলে আধাঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
অন্যদিকে একই সময়ে জেলার জালিয়াপাড়া-রামগড় সড়কের দাতারাম পাড়া রাস্তার মাথা এলাকায় একদল পাহাড়ি যুবক পাথর বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রনে আনলেও ট্রাকের অধিকাংশই পুড়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.