রাইখালীতে জেএসএস ও এমএনপির মধ্যে গুলিবিনিময়

Published: 30 Aug 2022   Tuesday   

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) মুল দল ও মারমা ন্যাশনালিষ্ট পার্টি (এমএনপি) মধ্যে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এসময় উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসীরা জানান। 

 

জানা গেছে, ওই এলাকায় অবস্থান নিয়ে এমএনপি`র সদস্যরা খাবার খাওয়ার সময় জেএসএস মূলদল সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় এমএনপি`র সদস্যরা পাল্টা গুলি বর্ষণ চালায়। গুলিবর্ষণের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যাযনি।


রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম জানান, ডলুছড়ির নোয়াপাড়া এলাকায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময়ের কথা এলাকাবাসী তাকে জানায়। তবে কাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তিনি জানেন না।


চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গোলাগুলির খবর পাওয়ার পর সেস্থানে পুলিশ সদস্যদের দ্রুত পাঠানো হয়েছে। পুলিশ ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত