খাগড়াছড়িতে দু:স্থ অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করলো সেনাবাহিনী

Published: 30 Aug 2022   Tuesday   

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক পাহাড়ি বাঙালি দু:স্থ অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ’সহ চিকিৎসা সেবা ও পঙ্গুদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক ভাবে তত্ত¡াধান করেন ও পুঙ্গদের হুইল চেয়ার উপহার দেন।

 

এ সময় খাগড়াছড়ি সদর জোনের মেডিকেল কোরের মেডিসিন বিষেজ্ঞ ডাক্তার জাহিদুল ইসলাম, সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মিথিলা বড়–য়া, ক্যাপ্টেন ডাঃ মিম মেহেদী হাসান চৌধুরী, ক্যাপ্টেন ডাঃ জোনবায়ের, উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা আইরিন চাকমা রোগীদের চিকিৎসা প্রদান করেন ।
অনুষ্টানে  খাগড়াছড়ি সদর  জোন কমান্ডার বলেন, পাহাড়ে  ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে এবং পাহাড়ে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা মাধ্যমে সেনাবাহিনী চিকিৎসা সেবা অব্যাহত রাখবে ।

 

অনুষ্টানে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান,ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা ও মুনিগ্রাাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা উপস্থিত ছিলেন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই




উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত