গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক গুম দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে শহরের আদালত সড়কস্থ বিএনপির কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। এতে যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঘন্টাব্যাাপী ধরে চলা কর্মসুচিতে বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ইস্যুর সমালোচনা করেন। বলেন, উন্নয়নের নামে দেশের মানুষের জীবনমান বিষিয়ে তুলেছে। জ¦ালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যে হাসফাঁস অবস্থা।
এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, এম ইলিয়াছ আলী, চৌধুরী আলম, পারভেজ মোল্লা, নুর হোসেন হিরুসহ ৭শ’র বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করেছে আ’লীগ। শেখ হাসিনা অবৈধভাবে টানা ক্ষমতায় থেকে বিএনপিকে ধ্বংস করতে হামলা, মামলা, নির্যাতন, গুম, খুন করে দমন করতে চায়। অবিলম্বে গুম হওয়াদের ফেরত দেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির জৈষ্ঠ্য সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই